নিজস্ব প্রতিবেদক
যশোরে আব্দুল আলিম তরফদার নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের আব্দুল আলিম তরফদার বাদী হয়ে ইউপি সদস্য মকবুল হোসেনসহ আওয়ামী লীগের ১২জন নেতাকর্মী নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২০/২৫জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন।
অন্য আসামিরা আসামিরা হলেন, বড় হৈবতপুর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে আব্দুল লতিফ, ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী, শামসুল হকের ছেলে রশিদুল ইসলাম, শের আলী মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন, আলী আহম্মেদের ছেলে ভুট্টো, লুতফর রহমানের ছেলে ইমরান হোসেন, ওসমান গণির ছেলে সাইফুল ইসলাম বাহাদুর, শান্তিপদ পাইকের ছেলে কৃষ্ণপদ পাইক, মৃত নিতুর ছেলে শক্তিপদ ও গোপাল চন্দ্রের ছেলে কার্ত্তিক চন্দ্র।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে সরকার পরিবর্তনের পরই সদর উপজেলা হৈবতপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার ও নির্যাতন করতে থাকে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে আব্দুল আলিমের বাড়ির সাথে থাকা মুদি দোকানে এসে আসামিরা ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সকল আসামি ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে দুই লাখ টাকা নিয়ে নেয়। ২০১৯ সালের ৩ মার্চ আসামিরা গরু বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় চাঁদা হিসেবে নেয়। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি আসামিরা চাঁদা হিসেবে জমি বিক্রির ৭ লাখ টাকা নিয়ে যায়। ২০২১ সালের ১০ মার্চ আসামিরা জমি বন্দকের ৭০ হাজার টাকা নিয়ে যায়। আসামিরা বিভিন্ন সময়ে আব্দুল আলিম তরফদারের কাছ থেকে আসামিরা চাঁদা হিসেবে মোট ১২ লাখ টাকা নেয়। আসামিরা প্রভাবশারী হওয়ায় ওই সময় তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এই মামলাটি করেছেন।