নিজস্ব প্রতিবেদক
দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক নুর ইমাম বাবুল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে তিনি ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
বাবুল যশোর সাংবাদিক ইউনিয়নের গ্রামের কাগজ ইউনিট চিফ ও যশোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তা সুস্থতা কামনা করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিএফইউজের নির্বাহী সদস্য গোপীনাথ দাস ও সৈয়দ শাহাবুদ্দিন আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির ও যুগ্ম সম্পাদক এম.আর মোহন।
আরও পড়ুন: ভৈরব-নূর নবীর দায়িত্ব অবহেলার শিকার শহিদের ২ ঘণ্টা হাজতবাস