মোরেলগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমনত্রী শেখ হাসিনার উপহার গরিবের ঘরে ঘরে বিশেষ ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি হাসলেন বৃদ্ধ আব্দুল ছাত্তার শেখ (৮৫)। তাদের বুকভরা জমে থাকা অনেক না বলা কথাই বলে ফেললেন সংবাদকর্মীদের সামনে। আমাদের মত গরিবের ভরসাই শেখ হাসিনা। ঈদের আনন্দে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দু’মুটো খেতে পারি। এ জন্য এ চাল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সুযোগ সুবিধা পাই। দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য আবার যেনো ক্ষমতায় আসতে পারে।
রোববার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণকালে সুবিধাভোগী বিশারীঘাটা গ্রামে আব্দুল ছাত্তার শেখ, সুফিয়া বেগম, পশ্চিম সরালিয়া গ্রামের সাবিনা বেগম, মালতি রানি, ছবুরজান বিবি, মোস্তফা শেখসহ একাধিকরা এসব কথা বলেন।
৬৯৫ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মোল্লা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু কুমার রায়, ইউপি সদস্য মনিরুজ্জামান মোল্লা, মিলন শেখ, শাহাবুদ্দিন শেখ, মনিরুজ্জামান, নারী সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা আক্তার খুকি, নাছিমা আক্তার প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু সদর ইউনিয়নে না, এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ২১ হাজার ৩০৯ পরিবারের মাঝে প্রধানমস্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ অব্যাহত রয়েছে।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা