নিজস্ব প্রতিবেদক
সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ও ফুটপাত দখলমুক্ত করতে গতকাল শনিবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা ও ট্রাফিক পুলিশ। শহরের ভৈরব নদের পাড়ের বেশ কিছু দোকান উচ্ছেদ এবং জব্দ করা হয়েছে।
যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার এসএম কামাল আহমেদ জানান, শহরের ভৈরব নদের তীরবর্তী অবৈধ দোকানপাট, ভৈরব হোটেলের ফুটপাত দখল, সদর হাসপাতালের তিনটি গেটের পাশে থাকা অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় ফুটপাত দখল করে রাখা দোকানপাটের মালামাল ও মোটরসাইকেল জব্দ করা হয়। ট্রাফিক পুলিশ ফুটপাত দখল করে মোটরসাইকেল রাখার দায়ে মালিকদের জরিমানা করেছে।
তিনি আরো বলেছেন, পথচারীর স্বস্তি ফেরাতে যশোর পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে স্থাপিত দোকানপাটের মালিকরা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন। বিশেষ করে আদি ভৈরব হোটেল সম্পূর্ণ অবৈধভাবে গড়ে ভৈরব নদের জায়গা দখল করে পরিচালিত হচ্ছিল। এছাড়া পাশেই ভৈরব হোটেলের ফুটপাত দখল করে রাখা চাল মালিকরা এখন নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছেন।
কামাল আহমেদ আরো জানান, পৌর এলাকার স্বাভাবিক চলাচল ও সৌন্দর্য্য ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে। ধাপে ধাপে শহরের অন্য জায়গায়ও ফুটপাত দখলকারী অবৈধ ইজিবাইক, রিকশা এবং হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের পদক্ষেপে শহরবাসী সন্তোষ প্রকাশ করেছেন।