নিজস্ব প্রতিবেদক
যশোরের মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আসাদুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। আসামি আসাদুজ্জামান শহরের ঘোপ আলী রেজা রাজু সড়কের মৃত বাবর আলীর ছেলে।
বাদী সৌমেন মৈত্র মামলা বলেছেন, শহরের ঘোপ নওয়াপাড়া রোডে আসামির নিজস্ব মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়ানস্টিক সেন্টার নামক একটি ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে ক্লিনিকের বর্জ্য ও পয়ঃবর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি ভৈরব নদে ফেলে নদ দূষণ ও ভরাটের কার্যক্রম তরান্বিত করে আসছিল। ২০২২ সালের ১৯ জুন যশোর জেলার উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ভৈরব নদে বর্জ্য ও পয়ঃবর্জ্য না ফেলানো এবং ঘটনা তদন্তে এই উপকমিটি গঠন করা হয়।
২০২৪ সালের ৮ ডিসেম্বর মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়ানস্টিক সেন্টার, একতা ও রেনেসা হসপিটালকে চিঠির মাধ্যমে জানানো হয়। ওই সময়ে এই তিনটি হসপিটাল আরো তিন মাসের বৃদ্ধি চেয়ে আবেদন করেছিল। জেলা নদী রক্ষা কমিটি চলতি বছরের ২৭ এপ্রিল এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে বলে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গত ১৮ মে সরেজমিনে পরিদর্শন করেন। সে সময়ে ওই প্রতিষ্ঠানের আরো বেশ কিছু অসংলগ্ন পরিলক্ষিত হয়। ফলে ২৭ মে পরিবেশ অধিদপ্তর কোতোয়ালি থানায় একটি চিঠি ইস্যু করে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার থানা পুলিশ এই মামলাটি রেকর্ড করে।