গৌরীঘোনা (কেশবপুর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ হোসেন (২৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকেলে তার জানাজা শেষে দাফন করা হয়। ২০ জানুয়ারি সন্ধ্যায় সাগরদাঁড়ি মধুমেলা থেকে ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ২১ জানুয়ারি তার মৃত্যু হয়।
সেনা সদস্য মারুফ হোসেন উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ইউপি সদস্য কেদারপুরের কামরুল ইসলামের ছেলে। বিষয়টি দৈনিক কল্যাণকে নিশ্চিত করেছেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
তিনি জানান, মারুফ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়ি এসেছিল। শনিবার বিকেলে বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে সাগরদাঁড়ি মধুমেলা দেখতে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে সাগরদাঁড়ি-কেশবপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে যশোরে পরে সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারুফ হোসেনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, সোমবার বিকেলে তার নিজ গ্রামে কেদারপুরে জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
