নিজস্ব প্রতিবেদক: মহিলা বীর মুক্তিযোদ্ধার সন্মাননা পেয়েছেন ফাহমিদা জেরিন। তিনি আইএফআইসি ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তা আসাফউদ্দৌলার সহধর্মীনি। দম্পত্তিদের দু’জনই বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে এই সন্মাননা দেয়া হয়েছে। সারা দেশের মোট ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধা এই সম্মাননা পেয়েছেন। স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মাননা পেলেন তারা।
সন্মাননাপ্রাপ্ত এই নারী মুক্তিযোদ্ধা নওগাঁর বাসিন্দা। তার দুই দেবরও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তারা হলেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও দেশের প্রাচীন সংবাদপত্র দৈনিক সংবাদের জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্।