নিজস্ব প্রতিবেদক
জাতীয় মহিলা সংস্থার যশোরের নতুন চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলিসহ চার সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে সংস্থাটির চার সদস্য সংস্থার যশোরের জেলা কর্মকর্তা ফারহানা কিবরিয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে নিয়োগ পাওয়া মহিলা সংস্থার চার নেত্রী শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গত ২১ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলিপ কুমার নাথের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলিকে চেয়ারম্যান এবং চার সদস্য অ্যাডভোকেট জেসমিন বানু, মাজেদা পারভিন, রোজিনা আক্তার ও নাজমুন নাহারকে নিয়োগ দেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান জোৎস্না আরা মিলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ফারহানা কিবরিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ইলোরা জাহান দীপ্তি, রুমা খাতুন, শাপলা সিকদার, পাপিয়া আক্তার, পিংকি খাতুন, শামীমা আক্তার, পল্লবী পারভীন, নিলুফা ইয়াসমিন, বাসন্তী মজুমদার, শিল্পী খাতুন, বিলকিস পারভীন, সামিয়া আক্তার লাকি প্রমুখ।
চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপিসহ দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জোৎস্না আরা মিলি বলেন, যশোরে মহিলা সংস্থার সরকারি কোন ভবন নেই। আমি দায়িত্ব গ্রহণের পর প্রথমে এই ভবনের জন্য দাবি জানাবো। নারীদের উন্নয়নে মহিলা সংস্থা যাতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে ভূমিকা রাখবো। একই সাথে তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।