মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের গণকবর শনিবার পরিদর্শন করেন বিশিষ্ট কবি ও লেখক মুনতাসীর মামুন। সম্প্রতি শহরের কপোতাক্ষ নদ খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুল ইসলাম, অফিসার ইনচার্জ সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ।