শেখ এনামুল হক দুলু, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ঝিনাইদহের মহেশপুরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি রবি মৌসুমে উপজেলায় ৭৮০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ ফসল আবাদে ঝুঁকি কম কিন্তু উৎপাদিত পণ্যে মূল্য বেশি, বিধায় কৃষকরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন।
গম চাষে অন্যান্য আবাদের চেয়ে কম খরচ হয়ে থাকে। তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় গমের চাষ করে থাকেন। এছাড়াও কৃষক নাজমুল হোসেন,শরিফুল ইসলাম, জাকির হোসেন, আমজাদ হোসেন, রশিদ, রজব আলী ও সাবেক কাউন্সিলর কাজী আতিয়ার রহমান জানান, এবারে গমের ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। ধান চাষে খরচ বেশি। তাই লাভ হচ্ছেনা। তাই অনেক কৃষক ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা এ বছর গমের আবাদ থেকে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফতেপুর গ্রামের কৃষক মেহের আলী বলেন, তিনি বাড়িতে খাবার জন্য এ বছর মাত্র এক বিঘা জমিতে গম চাষ করেছেন। গাছ দেখে ফলন ভাল হবে বুঝে তিনি খুশি। নিজের এক বিঘা জমিতে গম চাষে সার-বীজ, সেচ, চাষ ও কাটা-মাড়াই করা পর্যন্ত লেবারসহ সব মিলিয়ে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়। প্রতিবিঘা জমি থেকে ১৩ থেকে ১৪ মন গম উঠলে আর প্রতিমণ গম সর্বনিম্ন ৮০০ টাকা দরে বিক্রি হলেই চাষিরা খুশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী জানান, মৌসুমের শুরুতেই ভারী বর্ষণ হওয়ায় কৃষকরা গম চাষ করতে পারেনি। এ বছর মহেশপুর উপজেলায় ৭৮০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। তিনি আশা করছেন গম কাটা-মাড়াই করা পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এ বছর গম চাষে কৃষকরা লাভবান হবেন। এছাড়া ভারি বৃষ্টিতে নামলা গমের কিছুটা ক্ষতি হলেও আগাম চাষ করা গমে সুফল বয়ে আনবে। উপজেলা কৃষি অফিস থেকে গম চাষের জন্য কৃষকদেরকে উদ্ধুদ্ধ করা হয়।