মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গরু চোর চক্রের প্রধান ছমির বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করেছে। তার গ্রেফতারে এলাকার কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভালাইপুর গ্রামের মৃত হানেফ বিশ্বাসের ছেলে ছমির বিশ্বাসকে (৪৫) বুধবার ভোররাতে ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর পৌর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ছমির এলাকার গরু চোর সিন্ডিকেটের একজন মূল হোতা হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, গরু চোর চক্রের হোতা গ্রেফতারকৃত ছমির বিশ্বাস উপজেলার বিভিন্ন এলাকার খামার ও কৃষকদের গরু চুরি করে কাভার্ড ভ্যান ও পিকআপে করে অন্যত্র বিক্রি করা ছাড়াও গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এ গরু চোর সিন্ডিকেটের সাথে আরও ১৫/২০ জন জড়িত রয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: যশোরের তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা