মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে পূর্ব শত্রুতার কারণে আবু বক্কর (৪৫) নামে এক কৃষককে পরিকল্পিতভাবে পিটিয়ে করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বোয়ালিয়া গ্রামে। স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন।
আহত আবু বক্কর জানায়, গত আড়াই বছর আগে তাকে বিদেশে চাকরি দেয়ার কথা বলে হামলাকারীদের একজন তার নিকট থেকে ৫ লাখ টাকা গ্রহণ করে। দীর্ঘদিন ঘুরিয়েও তাকে বিদেশে পাঠায়নি। টাকা ফেরত চাইলে উল্টো জীবননাশের হুমকি দেয়। এছাড়া অভিযুক্তরা তার খেজুর গাছের রস প্রতিদিন চুরি করে নিয়ে যায়। প্রতিবাদ করলে গত মঙ্গলবার সকালে কৃষক খেজুর রস নিয়ে বাড়ি ফিরছিল ওই সময় অভিযুক্তরা পরিকল্পিতভাবে শিবানন্দপুর মাঠের রাস্তায় তার ওপর হামলা করে। এ সময় তাকে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে আহত করে। গ্রামবাসীদের মাঠে আসতে দেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত কৃষকের ছেলে সবুজ মিয়া মহেশপুর থানায় অভিযোগ করেছেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।