মহেশপুর প্রতিনিধি: মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিজিবি দিবস উপলক্ষে এক প্রীতিভোজের মধ্য দিয়ে ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় মহেশপুর ৫৮ বিজিবি‘র উপ-অধিনায়ক তসলিম মো.তারেকের নেতৃত্বে কেক কাটেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান,
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিজিবি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।