মহেশপুর প্রতিনিধি : মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়েছে। রোববার ভোর রাতে মাটিলা সীমান্ত থেকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাংগা থানার বাক্ষনপাড়া গ্রামের মানিক হওলাদার (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাড়ইখালী গ্রামের বেল্লাল আকন (২২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঘোসকান্দি গ্রামের বেল্লাল শেখ (৩০), যশোর জেলার বাঘারপাড়া থানার মোহাম্মদপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৪), একই জেলার মণিরাপুর সদর থানার চায়না খাতুন (২৩) ও তার শিশু কন্যা জুই (৪), সাতক্ষীরা জেলার সদর থানার ছয়গুরিয়া গ্রামের আরিনা খাতুন (১৬) ও মাদারিপুর জেলার শিবচর থানার বেহেরাতলা গ্রামের শওকত আলী (২৮)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ