মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শনিবার গভীর রাতে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১২জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। উপজেলার বেতবাড়িয়া মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ঢাকার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের রাজীব চন্দ্র দাস (৩০), পিরোজপুর জেলার চন্ডিপুর কলারুন গ্রামের সিদ্দিক মজুমদার (৩৪), তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার করপাড়া গ্রামের পরিমল সরকার (৩৮), যশোর রেলগেটেরর হোসনে আরা বেগম (২৭), তার তার ছেলে আরমান (১৩) ও আরাফাত (০৩), খুলনার ফুলতলার কাচপুর গ্রামের সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (০৪), মহেশ্বপাশা গ্রামের রুমা বেগম (২৮), রুপসার রামনগর গ্রামের আজমিরা শেখ (১৯) ও নড়াইল সদরের গোবরা গ্রামের আজমিরা শেখ (১৯)। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।