মাগুরা জেলা প্রতিনিধি: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে নিয়ে মাগুরায় রোববার ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা মুক্তমঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের (আইসিটি) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশাফুল আলম বাবুল ফকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ কুঠির শিল্প, মৃৎ শিল্প, শিক্ষা উপকরণের ২০টি স্টল স্থান পেয়েছে।
আরও পড়ুন: ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুনো আসাদ মারা গেলেন