মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে জেলা গণকমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী শম্পা বসু, কাজী নজরুল ইসলাম ফিরোজ, এটিএম আনিসুর রহমান প্রমুখ।
বক্তারা মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও রোগীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ১১ দফা দাবি তুলে ধরেন।