মাগুরা প্রতিনিধি
স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতিসহ চার দফা দাবিতে মাগুরা জেলা ডিপ্লোমা প্রকৌশলীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টিটো ও প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বক্তৃতা করেন।
তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮-এর জনস্বার্থবিরোধী সংস্থা ও ধারা-উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। এ ছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করাসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
আরও পড়ুন:মাগুরায় নদী থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
