মাগুরা প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে ইয়ামিন (১২) নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর শুক্রবার দুপুর ১২ টার পর খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে রঘুনাথপুরের ঘাটের সাথে ওলিয়ারের ঘাট সোজা মধুমতি নদীতে বেলা আনুমানিক ১টার সময় গোসল করতে নেমেছিল ইয়ামিন( ১২), সে মধুখালী উপজেলার গাজনা এলাকার দক্ষিণ রানপুর গ্রামের রাজ্জাক মোল্ল্যার ছেলে। সে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মুনসুর ফকিরের ভাগিনা। মামাবাড়ি বেড়াতে এসে সে এ দুর্ঘটনার শিকার হয়। নিখোঁজের পর তার স্বজন ও এলাকাবাসী জালদিয়ে বহু খোঁজাখুজির পর না পেয়ে ডুবুরী দলের স্মরণাপর্ণ হয়।
আরও পড়ুন:মাগুরায় গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা