নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ইজিবাইক চালক জাহিদুল ইসলাম ওরফে জোনাব হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার গভীর রাতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাগুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। জোনাব আলী ফকির মাগুরার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মাগুরা জেলার কাঞ্চনপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম ওরফে জোনাবের সাথে আসামি জোনাব আলী ফকিরদের আগে থেকেই বিরোধ চলে আসছিল। ৩১ ডিসেম্বর বিকেলে জোনাব ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলো।
পথে পাকা কাঞ্চনপুর মসজিদের সামনে পৌঁছুলে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন জোনাবকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জোনাবের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন।
মামলার হবার পর পুলিশের পাশাপাশি র্যাবও আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এ মামলার আসামি জোনাব আলী ফকির ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বাগুটিয়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে আলোচিত জোনাব হত্যা মামলার মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে মাগুরা থানায় হস্তান্তর করা হয়।
