নড়াইল প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ অসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।
বুধবার (৩ জানুয়ারি) সকালে নগরীর মহিষখোলায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। কোনো প্রকার রাজনৈতিক চাপে নয়, স্বেচ্ছায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান লিটু।
তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নৌকার পক্ষে কাজ করে মাশরাফীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ভক্ত সমর্থকদের প্রতি আহ্বান জানান লিটু।
সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। গত ১৪ ডিসেম্বর যাচাইবাছাইয়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে না পেয়ে উচ্চ আদালতে যান লিটু। সেখানে তিনি প্রার্থিতা ফিরে পান এবং তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়।
