বিনোদন ডেস্ক
মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা তৈরি হইয়েছে। সিনেমার নাম ‘মাইকেল’, সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই ঝড় তুলেছে অনলাইনে। লায়নসগেট প্রযোজিত এই বায়োপিকের ট্রেলার মাত্র ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১১৬.২ মিলিয়ন ভিউ অর্জন করে, যা এখন পর্যন্ত কোনো মিউজিক্যাল বায়োপিক ট্রেলারের সর্বোচ্চ ভিউ। এর মাধ্যমে ট্রেলারটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ইতিহাসেও সবচেয়ে দ্রুত ভিউ-তোলা প্রোমো হয়ে উঠেছে, যেখানে আগের রেকর্ডধারী জক উইক: চ্যাপ্টার ফোরের ট্রেলারকে প্রথম ছয় ঘণ্টাতেই ৫০ শতাংশের বেশি ব্যবধানে ছাড়িয়ে যায়।
কলাইডারের তথ্য অনুযায়ী, অন্যান্য জনপ্রিয় মিউজিক্যাল বায়োপিক ট্রেলারগুলোকে অনেক পিছনে ফেলে দিয়েছে ‘মাইকেল’। লায়নসগেট গ্রুপ চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন বলেন, মানুষ অনেকদিন ধরেই এটি অপেক্ষা করছিল। জাফার জ্যাকসনের পারফরম্যান্স দেখে সবাই মুগ্ধ। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকসন। জাফার জ্যাকসন হলেন মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে।
‘মাইকেল’ সিনেমাটি পরিচালনায় আছেন আন্তোইন ফুকুয়া এবং প্রযোজক গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন অস্কার-মনোনীত জন লোগান। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৪ এপ্রিল। ট্রেলারে মাইকেলের প্রযোজক কুইন্সি জোন্সের ভূমিকায় কেন্ড্রিক স্যাম্পসনের কণ্ঠ শোনা যায়, যেখানে তিনি বলেন, তুমি অনেকদিন ধরে এই দিনের জন্য অপেক্ষায় ছিলে। গান তৈরি, ট্র্যাক রেডি। এবার শুরু করা যাক।
প্রসঙ্গত মাইকেল জ্যাকসন ছিলেন বিশ্ববিখ্যাত মার্কিন গায়ক ও পপসংগীতের কিংবদন্তি, যাকে “কিং অব পপ” বলা হয়। ১৯৫৮ সালের ২৯ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের গ্যারি, ইন্ডিয়ানা শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় জ্যাকসন ফাইভ ব্যান্ডের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরে একাই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার অ্যালবাম থ্রিলার এখনও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম। শুধু সংগীত নয়, মুনওয়াকসহ তাঁর নাচের স্টাইলও পৃথিবীজুড়ে তাঁকে অনন্য করেছে। মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
