বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: ইঞ্জিনিয়ার যদি ভাল না হয় তবে দেশের অবকাঠামো ভাল থাকেনা, তাই পৃথিবীতে উন্নয়নের সবচেয়ে বেশি অবদান বিজ্ঞানের। বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা শিক্ষাক্ষেত্রে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পৃথিবীতে পরিচয় দিতে চাই, সেই কাজ করতে হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করতে হবে। শুক্রবার সকাল ১১টায় মোংলা দ্বিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে “বাংলাদেশ বিজ্ঞান একাডেমির” উদ্দ্যোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিগরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন। এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।