নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিন্ডিকেটের দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইঞ্জিনিয়ার ড. আমজাদ হোসেন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (৩ মার্চ) দুইজন পদত্যাগ করলে ওই দিনই বিশ্ববিদ্যালয় প্রশাসনপদে দুইজন শিক্ষক নিয়োগ দেয়। ২৮ ফেব্রুয়ারি দৈনিক কল্যাণে ‘যবিপ্রবির নতুন প্রশাসনকে চাপে ফেলতে একটি চক্র সক্রিয়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
যবিপ্রবি প্রক্টর পদে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম নূর আলম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পদে বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউল হাসানকে নিয়োগ দেওয়া হয়। সোমবার যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড. আমজাদ হোসেন ও অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন এর অতিরিক্ত দায়িত্ব পদে দাখিলকৃত ইস্তফা পত্র ৩ মার্চ পূর্বাহ্ন হতে গৃহীত হয়েছে। একই সাথে ৩ মার্চ তারিখ অপরাহ্ন হতে প্রক্টর পদে অধ্যাপক ড. এস এম নূর আলম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পদে ড. মোঃ রাফিউল হাসান-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। দুইজন বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
