নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ক্লাব অনিবার্ণ সংসদের সাধারণ সভা শুক্রবার নিজস্ব কার্যালয়ে হয়েছে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী শহিদুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অনিবার্ণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল আলম মিলন, সহসভাপতি মাজহারুল ইসলাম, শফিকুর রহমান, সেলিম, সহ সম্পাদক মানু এলাহী প্রমুখ। এসময় গত এক বছরের আয়-ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গতবছর সংগঠনটি গরীবদের মধ্যে ওষুধ, খাদ্যসামগ্রী ও বই-খাতা বিতরণ করেছিল। চলতি বছরও তারা একই ধরণের কার্যক্রম চালাবে বলে সিদ্ধান্ত গ্রহন করে।