নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউন এলাকার চিহ্নিত সন্ত্রাসী শুভ বুধবার অস্ত্র আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সন্ত্রাসী শুভ একই এলাকার রবিউল ইসলাম রবি’র ছেলে।
ডিবি পুলিশ জানায়, গত ৩০ মে এসআই মো. মফিজুল ইসলাম সন্ত্রাসী শুভসহ ৬ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এর আগে গত ৪ মে রাতে র্যাব সদস্যরা শহরের শংকরপুর জমাদ্দারপাড়ার ফারদিন গ্লাস অ্যান্ড প্লাস্টিক স্টোরের কারখানার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করে। পরে ওই কারখানার মালিক কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেন। ডিবি পুলিশ এই চাঁদাবাজি মামলা তদন্তকালে ৩ সন্ত্রাসীকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, তারাসহ সন্ত্রাসী শুভ পরস্পর যোগসাজসে কারখানা মালিককে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের জন্য সেখানে ওই ২টি ওয়ান শ্যুটারগান রেখেছিলেন। এর প্রেক্ষিতে ডিবি পুলিশ শুভসহ ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছিলেন। মামলা দায়ের পর পলাতক ছিলেন সন্ত্রাসী শুভ। বুধবার তিনি এই অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
