নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার জিলা স্কুল মিলনায়তনে চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জিলা স্কুলে আন্তঃশ্রেণী এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করে আইইডি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের আহবায়ক দীপক রায়।
চূড়ান্ত পর্বে বিচারকমন্ডলীতে ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, নারী নেত্রী ও জনউদ্যোগ যশোরের সদস্য অধ্যাপক সুরাইয়া শরীফ, যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন।
বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের সদস্য ও বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ-এর সদস্য মাহবুবুর রহমান মজনু। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ সকল অংশগ্রহণকারী ও শ্রেষ্ঠ বক্তাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।