নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোর্তজা ছোট। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অপর তিন প্রার্থী জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের আ.ক.ম মনিরুল ইসলাম ১১২ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খালেদ হাসান জিউস পেয়েছেন ৫৬ ভোট এবং হাদিউজ্জামান সোহাগ ১২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ইসমত হাসার এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা ২৯৭ ভোট ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আলমগীর সিদ্দিক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আব্দুল লতিফ মোড়ল ১৪৬ ভোট ও বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের মনজুর কাদির আশিক ২১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নুর আলম পান্নু ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী ল’ইয়ার্স কাউন্সিলের ওয়াজিউর রহমান পেয়েছেন ২১৮ ভোট।
সহকারী সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেলিম রেজা ২৮৭ ও গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের আশরাফুল আলম ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে ফোরামের পরাজিত প্রার্থী বোরহান উদ্দীন সিদ্দিকি পেয়েছেন ২৫৫ ভোট। গ্রন্থাগার সম্পাদক পদে ল’ ইয়ার্স কাউন্সিলের এসএম শাহারিয়ার হক ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ফোরামের ইলিয়াস সাদ’ত (শাহাদৎ) ১৩০ ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস তপু ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
পাঁচটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরিকুল ইসলাম বাপ্পি ২৯৮, মৌলুদা পারভীন ২৮১, স্বতন্ত্র প্রার্থী দৌলতুন নেছা ২৭১, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মুন্সী মনজুরুল মাহমুদ লিটু ২৫২, এনামুল আহসান টিটুল ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মাধবেন্দ্র অধিকারী ১৯৬, শফিকুল ইসলাম ১৫৬, রফিকুল ইসলাম ২০৬ ও রওশনারা খাতুন রুমা ১৮০ ভোট পেয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ইসমত হাসার বলেন, আটটি বুথে ৫৩৮টি ভোটারের মধ্যে ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন শহিদুর রহমান, আজিজুল ইসলাম, শাহারিয়ার বাবু ও রবিউল ইসলাম খোকন।