নিজস্ব প্রতিবেদক
শুক্রবার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় একজন পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। তারা হচ্ছে, যশোর শহরের গাড়িখানা তেল পাম্পের সামনে সিদ্দিক ফারাজীর ছেলে আনোয়ার হোসেন ফারাজী, যশোর শহরের সিটি কলেজপাড়া (মমিন এর বাড়ির পাশে) আব্দুল বারেকের ছেলে শুকুর আলী ও সদর উপজেলার হাশিমপুর মাঠপাড়ার মহাসিন আলীর ছেলে শাওন হোসেন। এ সময় সজল হোসেন দৌড়ে পালিয়ে যায়।
সদর পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা নামক মোড়ে নাহার ভিলা নামক দ্বিতল বিশিষ্ট ভবনের সামনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার সময় শুকুর আলীকে আটক করে। এসময় তার সহযোগী সজল হোসেন দৌড়ে পালিয়ে যায়। শুকুর আলীর কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্প মতে, ওই ক্যাম্পের এক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ২ জুন হাশিমপুর জনৈক নূর ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে শাওন হোসেনকে আটক করে। তার কাছ থেকে ১০ পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, কোতোয়ালি থানার এক এসআই জানান, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শহরের ষষ্ঠীতলা প্রাইভেট স্ট্যান্ড পাখিপট্টি তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ফারাজীকে আটক করে। পরে তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়।