নিজস্ব প্রতিবেদক
কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে যশোর জেলা কমিটির সভা রোববার সকালে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সাইবার ক্রাইম থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা করতে হবে। এজন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার-খ সার্কেল জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি এম এম কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা আবুল কাশেম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, অ্যাডভোকেট কামরুন নাহার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।