নিজস্ব প্রতিবেদক
যশোরে শরিফুল ইসলাম জিতু নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। জিতুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, জিতু দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থেকে শনিবার জিতু পালিয়ে নিজ এলাকায় চলে যায়। এরপর পরিবারের লোকজনসহ আশপাশের কয়েকজনকে মারপিট করেন তিনি। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, জিতুকে আটকের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিতুর বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এর একটি মামলা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
