নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র আহত হয়েছেন। আহতরা হলেন- পুত্র এবিএম জাফরি (৩৮) ও পিতা আসাদুজ্জামান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সদরের হামিদপুর বাওড় সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে মামলা চলমান।
আহত আসাদুজ্জামান জানান, ৩০ বছর আগে শিল্প ব্যাংকের ঋণ প্রস্তুত করতে না পারায় নুর ইসলাম নামে এক ব্যক্তির জমি ব্যাংক কর্তৃক নিলামে তুলে দেওয়া হয়। পরে ২ লাখ ৭৫ হাজার টাকার বিনিময়ে ব্যাংক থেকে ওই জমিটি ক্রয় করেন আসাদুজ্জামান। সেখানে সোমবার সকালে কলাগাছ লাগানো হয়। দুপুরে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার উপস্থিতিতে ১০-১৫ জন কলাগাছ গুলি কেটে দেয়। এসময় জমির মালিক আসাদুজ্জামান বাধা সৃষ্টি করলে তার সাথে হাতাহাতির এক পর্যায়ে ছেলে জাফরি এগিয়ে আসলে তিনি ও তার ছেলেকে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওই নেতাকে হেনস্থা করা হয় বলে স্থানীয়রা জানান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর রহমান হাসিব জানান, দুই জনের মধ্যে একজনকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। অপর জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামিদপুর জমির বিরোধে দুই পক্ষের মধ্যে হাতাহতি হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনো কোন পক্ষের থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
