নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সনেটে বুধবার সকালে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রির্টানি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করে।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
বক্তব্য রাখেন এডাব যশোরের সমন্বয়কারী শাহাজাহান নান্নু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মী নবনীতা সাহা তপু, এনজিও কর্মী শামসুন্নাহার পান্না প্রমুখ। উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল ও সাদিয়া আফরিন নাতাশা।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, করোনাকালীন সময়ে বেকার হয়ে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েতসহ বিদেশ থেকে বেকার হয়ে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে যশোরের ৮ উপজেলায় কাজ করছে কেএমএসএস। এরই ধারাবাহিকতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।