নিজস্ব প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগে এক পরিবারের তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেছেন যশোর সদর উপজেলার আরবপুর মোড়ের মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা বিশ্বাস। আসামিরা হলেন একই এলাকার মৃত ইকবাল হোসেন মিনুর ছেলে সুজন, সুজনের মা সুফিয়া খাতুন ও বোন রুনা খাতুন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা তাদের প্রতিবেশী। তারা কোয়েল পাখি লালন পালন করেন। কিন্তু তা ঠিকমত পরিচর্যা করে না। এতে করে পরিবেশ দূষিত হয়। একই সাথে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এ বিষয়ে তাদেরকে সতর্ক করলেও তারা শোনে না। এমনকি নানা ধরণের হুমকি ধামকি দেয়। সর্বশেষ গত ১৫ জানুয়ারি সকালে তার সন্তানকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটর সাইকেলে বের হয়। বাশপট্টি এলাকায় পৌঁছালেই আসামিরাসহ অজ্ঞাত আরও কয়েকজন লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাংচুর করে ও তার পকেটে থাকা ২৫ হাজার ৭শ’ টাকা লুট করে নিয়ে যায়।
সর্বশেষ
- ২ হাজার টাকার ইলিশ ১৫শতে রফতানি
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- যশোরের জাবিরে নিহত ২৪ জনের শহিদ স্বীকৃতির দাবিতে মানববন্ধন
- টিউব নিয়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শিশুর
- ভৈরব নদ সংস্কার আন্দোলনের স্মারকলিপি, দখলদার উচ্ছেদসহ সাত দফা দাবি
- শিলারায় মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- একটি দল পিআর পদ্ধতির নির্বাচন হওয়ার বিরোধিতা করে আসছে
- কাজী এনামকে যশোর ক্রীড়া সংস্থার সদস্য করায় অবস্থান কর্মসূচি ক্রীড়া সংগঠকদের