নিজস্ব প্রতিবেদেক
নদী রক্ষার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে শহরের দড়াটানা ব্রিজের ওপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশ্বনদী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে যশোর শহরের প্রাণ ভৈরব নদ ছাড়াও এই অঞ্চলের ছোট ছোট নদ-নদী, খাল-বিল, পুকুর, জলাশয় দখল ও দুষণ মুক্ত করারও দাবি জানানো হয়। এছাড়া ভৈরব নদের বেশির ভাগ এখন দখল হয়ে গেছে। অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, ক্লাব, বিভিন্ন গোষ্ঠীর অফিস দোকানপাট।
গত এক দশকে যশোর শহরের অসংখ্য পুকুর-জলাশয় ভরাট করা হয়েছে। এখনো এসব ভরাট অব্যাহত রয়েছে। পুকুর ও নদী খেকোদের বিরুদ্ধে প্রমাণসহ প্রশাসনে বারবার আবেদন করা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে রাতারাতি পুকুর-জলাশয় ও নদ-নদী দখলে চলে যাচ্ছে। মানববন্ধনে এসব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
বাপা যশোর জেলা শাখার আহ্বায়ক আজিজুল হক মনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান নান্নু, সদস্য জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আহসান হাবিব, গোপিকান্ত সরকার, মনোয়ারা বেগম, জুলফিকার দ্বীপ, শামসুজ্জামান সজন, বৃক্ষপ্রেমী ওহেদ আলী প্রমুখ।