নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। রোববার শহরতলীর মুড়লী খা পাড়ায় আমজাদ হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, দশ বছর আগের একটি হত্যাকাণ্ডকে ঘিরে স্থানীয় মাটি ব্যবসায়ী নাছির উদ্দীনের সাথে তাদের বিরোধ ছিলো। এর জেরে বিগত দশ তার ছেলেমেয়েদের ঘর ছাড়া করেছেন নাছির ও তার লোকজন। একাধিকবার বাড়িঘর ভাংচুর করে হত্যার হুমকিও দেয়া হয়েছে। দীর্ঘদিন পৈত্রিক ভিটা ছেড়ে বাহিরে থাকার পর জেলা পুলিশের সহযোগিতায় একটি সমঝোতা করেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার পুরাতন বাড়ি নতুন করে সংস্কারের জন্য মিস্ত্রি নিয়ে কাজ করছিলেন আমজাদ হোসেনসহ তার দুই ছেলে। এসময় নাছির উদ্দীনসহ কয়েকজন ভাংচুর করে নির্মাণসামগ্রী ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
আমজাদ হোসেনের ছোট ছেলে আলাউদ্দিন বলেন, আমাদের ঘর ছাড়া করা হয়েছে। এর আগেও আমাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছিল। হত্যার ভয়ে আমরা এলাকায় আসতাম না। পুলিশের সহযোগিতা নিয়ে নতুন করে বাড়িঘর ঠিক করতে গেলে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের মারধর করে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নির্মাণ সামগ্রী ছিনিয়ে নিয়ে গেছে। আমরা এই অত্যাচারের হাত থেকে মুক্তি চাই। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মুড়লী খা পাড়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষটি তদন্ত করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে নাসির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
