নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সদরের শেখহাটি এলাকার সুমন হোসেনের দুই বছরের শিশু পুত্র ইয়াসিন আলী, ঝিকরগাছা কীর্তিপুরের খোকন হোসেনের স্ত্রী সখিনা বেগম (৩৯) ও চৌগাছার স্বরুপদাহ খড়িঞ্চা গ্রামের কামাল হোসেন (৩২)।
মৃত ইয়াসিনের চাচা মিকাইল হোসেন জানান, তার ভাইপো সকাল ৮টার দিকে বাড়ির সামনে রাস্তার উপর খেলা করছিলো। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস্ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন বেলা ১২ টার দিকে সখিনা বেগম ঝিকরগাছা ট্রাক টার্মিনালে রেল লাইন ক্রস করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, খড়িঞ্চা গ্রামের কামাল হোসেন রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মাঠ থেকে গরুর গাড়িতে ধানবোঝাই করে বাড়িতে আসছিলেন। এ সময় তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। বিকালে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
