নিজস্ব প্রতিবেদক
যশোরে বার্মিজ চাকুসহ একজনকে আটক করেছে পুলিশ । কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কচুয়ার হাসিনার মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে জব্বার মোল্যা (৩২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। জব্বার ওই এলাকার মৃত মতিয়ার মোল্লার ছেলে।