নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে-প্রতিপাদ্য নিয়ে যশোরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে সুরক্ষা প্রদান করে দেশকে বাসযোগ্য রাখতে হবে।
এ লক্ষ্যে জলাধারগুলোর দখল ও দূষণ রোধ, প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সীমিত করা এবং এর অপব্যবহার রোধে সোচ্চার হওয়া, বৃক্ষ রোপণ, ভূগর্ভস্থ পানির সুরক্ষা প্রদান করতে ভূ-পৃষ্ঠ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক নিতিষ চন্দ্র কর্মকার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ। এরআগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে শিক্ষার্থীদের জন্যে পরিবেশ বিষয়ক চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।