নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশ্ব মান দিবসের অনুষ্ঠানের মান নিয়েই প্রশ্ন উঠেছে। দেশের খাদ্য, স্বাস্থ্যসহ ৪ হাজারের অধিক পণ্যের মান নিয়ন্ত্রণ এবং যাচাই বাছাইয়ের কাজ করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ। তবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এক ভোক্তা। সোমবার বিশ্ব মান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন কা- ঘটে। এদিন ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবসের আলোচনা সভা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে যশোর লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বিএসটিআই’র মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিএসটিআই কর্তৃপক্ষ যেখানে সকল পণ্যের সঠিক মান বজায় রাখতে কাজ করছে সেখানে বিএসটিআই আয়োজিত অনুষ্ঠানেরই মান ক্ষুন্ন হয়েছে।
অতিথিদের পেছনে রাখা ব্যানার দেখিয়ে তিনি বলেন, ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই লেখার মধ্যে উদ্যোগের বানান ভুল। ব্যানারটিতে উদ্যোগের স্থানে লেখা ‘উদ্যেগে’। এছাড়াও ১২টার সময় আলোচনা সভা শুরুর কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয়েছে ১২টা ৫০মিনিটে। বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে ব্যানারে বানানের ভুলের বিষয়টিকে টেকনিক্যাল ফল্ট উল্লেখ করে বিএসটিআই যশোরের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখ বলেন, আলোচনা সভা শুরু হওয়ার কথা ছিলো বেলা সাড়ে ১২টায়। তবে প্রস্তুতির জন্য কিছুটা সময় বিলম্ব হয়েছে। পরবর্তীতে বিষয়গুলো খেয়াল রাখার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে না পারলে নাগরিকরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। পাশাপাশি পেট্রোল পাম্পের তেল-গ্যাস মাপে পরিমাণ ঠিকমত দিচ্ছে কিনা তার নিয়মিত তদারকি করতে হবে। যে যে উৎপাদিত পণ্যের অনুমোদন দেওয়া হয়েছে বা হবে তার নমুনা দেয়ার সময় ও নিয়মিত উৎপাদনে সঠিক মান আছে কিনা তারও তদারকি করতে বলেন জেলা প্রশাসক।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, সু-স্বাস্থ্য নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ জরুরি। বর্তমানে প্রায় প্রতিটি খাবারের মধ্যে ভেজাল পাওয়া যাচ্ছে। এদিকে বেশি নজর দেয়া উচিৎ। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক স্পন্দন নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু প্রমুখ।