নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫০ শিক্ষার্থীর মাঝে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছেন। শনিবার (১২ মার্চ) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা যুবলীগের সদস্য রবি সিদ্দিকী, প্রধান শিক্ষক পারভেজ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোবারক আলী, অভিভাবক সদস্য শাহজান আলী, শহিদুল ইসলাম, রহিমা খাতুন, হায়দার আলী, শিক্ষক প্রতিনিধি শ্যামল কুমার, আক্তার ফারুক, দিলারা বেগম, সাবেক ইউপি সদস্য ইনছার আলী, বাবু গাজী, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাসেল রানা প্রমুখ। মাস্ক দেয়ার পর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান মিন্টু বলেন, ‘করোনা ভাইরাস প্রধানমন্ত্রী’র বিচক্ষণ নেতৃত্বের কারণে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তারপরও সবাইকে সচেতন থাকতে হবে। নিয়মিত মাস্ক পরিধানসহ সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।’