সংবাদ বিজ্ঞপ্তি
‘শিক্ষিত মা, শিক্ষিত জাতি, শিক্ষিত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর টিআইবির উদ্যোগে শহরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর উদ্যোগে এ সমাবেশ হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি আদনান রহমান’র সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন।
সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সহসভাপতি মাসুদুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক শারমিন আক্তার, অভিভাবক, শিক্ষার্থী ও অন্যান্য সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীর সফলতার জন্য গুড প্যারেন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে আপনার নিজের সময়টা দিতে হবে। বাজারে দোকানে অযথা সময় নষ্ট না করে সন্ধ্যায় শিশুকে নিয়ে পড়াতে বসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ নৃত্য, আবৃত্তি, অভিভাবকদের ও শিক্ষকদের গান পরিবেশিত হয়। প্রধান অতিথি শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিআইবি যশোর অঞ্চলের কোঅর্ডিনেটর আবদুল হালিম। অন্যান্যদের মধ্যে ইয়েস সদস্য রেজা, তরু, মোস্তাফিজ, এসিজি সমন্বয়ক নিপা, সহসমন্বয়ক সাথী, সদস্য মুক্তা, মনিকা এসময় উপস্থিত ছিলেন।
এসিজি গ্রুপ নির্বাচিত শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবাখাতের সেবার মান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও কর্তৃপক্ষের জবাবদিহিতা নিয়ে কাজ করছে।