নিজস্ব প্রতিবেদক
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য একাত্তরের শহীদ পরিবারের সন্তান সৈয়দ শাহাবুদ্দিন আলমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সৈয়দ শাহাবুদ্দিন আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল। সঞ্চালনা করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
স্মৃতিচারণ করে বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেইউজে’র সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, মনোতোষ বসু, সাজ্জাদ গনি খাঁন রিমন, সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস।
স্মরণসভায় বক্তরা বলেন, সততা ও নিষ্টার সাথে কাজ করে এ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক শাহাবুদ্দিন আলম। ব্যক্তি জীবনে হাস্যোজ্জ্বল ও নিরহংকারী মানুষ ছিলেন। তাকে কখনো পরচর্চা বা পরনিন্দা করতে দেখা যায়নি।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন যশোর জজকোর্ট মসজিদের খতিব মুক্তার আলী।