নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মধ্যে একটির কাছে ৬ হাজার ও অপরটির কাছে ৮ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
