নিজস্ব প্রতিবেদক
যশোর প্রিমিয়ার ডিভিশন লিগের গত কয়েক ম্যাচেই হচ্ছে লো স্কোরিং। বিশেষ করে টসে জিতে প্রথমে ব্যাট করতে চাচ্ছে না কোন দলই। তবে শনিবার আসাদ স্মৃতি সংঘের অধিনায়ক ইমরান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ৪১ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে বহিরাগত কোটায় খেলা কালীগঞ্জের সোহাগের ফিফটিতে ১১১ রান করেন তারা। তবে এই রানেই ৭ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ যশোর ক্রিকেট ক্লাবকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তারা। আসাদ স্মৃতি সংঘকে তিন উইকেটে হারিয়ে লিগের ‘ক’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলেই যশোর ক্রিকেট ক্লাবকে আনন্দের উপলক্ষ্য এনে দেন নাহিদ। সুমনের দারুন ক্যাচে সাজঘরে ফিরে যান তামিম। অপর প্রান্তে ফয়সাল ইমামি গোল্ড উইকেট শিকারে যোগ দিলে দলীয় অর্ধশতক হওয়ার আগেই ১২ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে বসে আসাদ স্মৃতি। তবে এখান থেকে সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে লড়াই করেন সোহাগ। দলের ১১১ রানের মধ্যে ৬০ রানই আসে সোহাগের ব্যাট থেকে। তবে সোহাগের এই ইনিংসে অবদান আছে যশোর ক্রিকেট ক্লাবের ফিল্ডারদেরও। তারা সহজ তিনটি ক্যাচ মিস করে। ৭৬ বলে ৬টি চার ও ২টি ছয়ে অর্ধশতক তুলে নেন সোহাগ। ফিফটির পর ১৬ বল থেকে নিতে পারেন ৭ রান। সাহাবুদ্দিন ৬৫ বল খেলে ৩ চারে ১৪ রান করেন। যশোর ক্রিকেট ক্লাবের ডান হাতি পেসার নাহিদ ৯ ওভার বল করে ১ মেডেনসহ ২০ রানে ৪টি, ফয়সাল ইমামি গোল্ড ১৮ রানে ৩টি ও আশিকুল ইসলাম নিলয় ২টি উইকেট দখল করেন।
১১১ রানের জবাবে দারুন শুরু করেন যশোর ক্রিকেট ক্লাবের দুই ওপেনার রুশাদ হোসেন ও আল ফাহাদ। ৫ ওভারে আল ফাহাদ (১২) উইকেট হারিয়ে ৩২ রান করেন। আসাদ স্মৃতি সংঘের পেসার রাহুল দলীয় অষ্টম ওভারে পর পর দুই বলে রুশাদ ও আশিকুল ইসলাম নিলয়কে সাজঘরে ফেরত পাঠান। লোয়ার মিডল অর্ডার থেকে তিন নম্বরে উঠে আসা টিপু সুলতানও তেমন কিছু করতে পারেননি। টিপু ১৩ রান করে সাজঘরে ফিরলে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে যশোর ক্রিকেট ক্লাব। হারের শঙ্কায় পড়া দলকে উদ্ধার করেন দলীয় অধিনায়ক সাজিদ হাসান পলাশ। মোস্তাফিজুর রহমান টিটো (৮) ও ফয়সাল ইমামি গোল্ডকে (১২) নিয়ে ৩১ ওভার ১ বলে দলের জয় নিশ্চিত করেন। পলাশ ৬০ বলে ২টি চারে ৩১ রানে অপরাজিত ছিলেন। আসাদ স্মৃতি সংঘের রাহুল ৩০ রানে ৩টি, ইমরান ২৪ রানে ২টি, আসিফ ও সোহাগ একটি করে উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আসাদ স্মৃতি সংঘ
আসাদ স্মৃতি সংঘ : ৩৫.৫ ওভার ১১১/১০ (তামিম ০, নাজমুল ১, মুস্তাফিজ ৯, তুর্য ৫, সোহাগ ৬০, শাহান ১, ইমন ১, ইমরান ০, সাহাবুদ্দিন ১৪, আসিফ ০*, রাহুল ৬; নাহিদ ৪/২০, ফয়সাল ইমামি গোল্ড ৩/১৮, টিপু সুলতান ০/১৪, মোস্তাফিজুর রহমান ০/২১, সুমন ১/৯, নিলয় ২/১৮)।
যশোর ক্রিকেট ক্লাব : ৩১.১ ওভার ১১৫/৭ (রুশাদ ২৩, আল ফাহাদ ১২, টিপু সুলতান ১৩, নিলয় ০, আসিফ ৫, সাজিদ হাসান পলাশ ৩১*, মোস্তাফিজুর রহমান ৮, ফয়সাল ইমামি গোল্ড ১২, সুকান্ত বিশ্বাস ২; ইমরান ২/২৪, রাহুল ৩/৩০, আসিফ ১/৩১, সোহাগ ১/১৯, সাহাবুদ্দিন ০/৭, শাহান ০/২)।
ফলাফল : যশোর ক্রিকেট ক্লাব ৩ উইকেটে জয়ী।
