নিজস্ব প্রতিবেদক
যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের কাউন্সিলর ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেল সাড়ে তিনটায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, সহসভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান ডাবলু, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, কার্যনির্বাহী পরিষদের সদস্য আলমগীর সিদ্দিকী, ক্রীড়া সংগঠক সাইফুজ্জামান মজু, খান মোঃ শফিক রতন, মঈনুদ্দিন রোম আনিসুজ্জামান পিন্টু, আকসাদুর রহমান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মনিরুল হুদা খান মনি, ইমরুল কায়েস, মাসরুল আলম প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় কালে ক্রীড়া সংগঠকরা যশোর ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা তুলে ধরেন। সেই সময় যশোর ক্রীড়াঙ্গনে উন্নয়নে জেলা প্রশাসকের কাছে তিন প্রস্তাব করেন তারা।
যশোর জনসভায় স্টেডিয়ামে আধুনিকায়নের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সেই ঘোষণার দ্রুত বাস্তবায়নের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে সুপারিশ করার অনুরোধ করেন। এছাড়া বর্তমান যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ। সেইগুলো যশোর জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের করার দাবি জানান। এছাড়া দ্রুত যশোর জেলা ক্রীড়া সংস্থার এজিএম করার আহ্বান করেন।