নিজস্ব প্রতিবেদক
৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উপলক্ষে ৪০ সদস্যের যশোর জেলা প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। গত দুই মৌসুমে যশোরে কোন লিগ না হওয়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের সদস্যেরাই প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। আগামী ১০মার্চ মাঠে গড়াবে বলে একটি সূত্রে জানা গেছে।
রোববার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সই করা এক বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে ডাক পাওয়া খেলোয়াড়দের মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ক্রিকেট সরঞ্জমাদিসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ম্যানেজারের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। এছাড়া এ ৪০জনের বাইরে ঢাকা লিগে খেলা কোন খেলোয়াড়ের নাম বাদ পড়লে প্রমাণসহ ম্যানেজারের কাছে যোগযোগ করার জন্য বলা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ম্যানেজারের কোন নাম উল্লেখ নেই।
এছাড়া দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের শুধুমাত্র ডাকনাম দেওয়ায় ক্রিকেট অঙ্গনে সমালোচনায় ঝড় বইছে। জেলার শীর্ষ পর্যায়ের খেলোয়াড় পূর্ণ নাম না জানা সংশ্লিষ্টদের অজ্ঞতার পরিচয় বলে মনে করছেন তারা। দলে ডাক পাওয়া অধিকাংশ খেলোয়াড় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে খেলে আসছে। বাঁহাতি স্পিনার টিপু সুলতান, অলরাউন্ডার জাওয়াদ মো. রোয়েন, উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল খেলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহারিয়ার সাকিব ও বতর্মান অধিনায়ক আজিজুল হাকিম তামিমের মতো খেলোয়াড়ও রয়েছে তালিকায়।
অপরদিকে আজ থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ায় এ লিগে অংশ নেয়া ৮জনকে দলে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটের নির্বাচক প্যানেলে থাকা এফএম মঈনুদ্দির রোম বলেন, গত দুই মৌসুম যশোর কোন লিগ না হওয়ায় জেলার বিভিন্ন কোচ ও সিনিয়র খেলোয়াড়দের কাছে ঢাকার বিভিন্ন লিগে খেলা খেলোয়াড়দের নামের তালিকা চেয়েছিলাম। তাড়াহুড়া করে খেলোয়াড় পূর্ন নাম যাচাই করার সুযোগ হয়নি। চূড়ান্ত তালিকায় দেয়ার এমন ভুল হবে না বলে মন্তব্য করেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলোয়াড়দের সাথে কথা হয়েছে। তাদের খেলা না থাকলে যশোরে হয়ে খেলবেন।
দলে ডাক পাওয়া খেলোয়াড় হলেন : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জাওয়াদ মোহাম্মদ রোয়েন, মঈনুল ইসলাম সোহেল, ইমরানুজ্জামান, শাহারিয়ার সাকিব, টিপু সুলতান, হাসান্জ্জুামান, আজিজুল হাকিম তামিম, অরিদুল ইসলাম আকাশ।
ঢাকা প্রথম বিভাগ : আমিনুর রহমান, খন্দকার মাহফুজুর রহমান টিটো, সাদমান রহমান, শামী শরীফ, আশিকুল ইসলাম নিলয়, রেজোয়ান হোসেন, ইয়াসিন হোসেন, মাহফুজুর রহমান, রনি হোসেন, তৌফিকুর রহমান তীর্থ, অভিক ঘোষ বিল্টু, আব্দুল্লাহ আল মামুন রাজু।
দ্বিতীয় বিভাগ : হৃদয় মোল্লা, মেহেদি হাসান শিবলি, ইমন ফারাজি, আবির হোসেন, মিকাইল, সোহানুর রহমান, আজমান হোসেন, তাহমিদ হাসান কাফি, আতিমুল হোসেন অন্তু, নাঈম, অপুরাম দাস, দিবজ্যোতি মল্লিক।
তৃতীয় বিভাগ : মারুফ হোসেন, রাহুল হোসেন, মাহাদি হাসান, আলাল, তারেক, গালিব, ফয়সাল ইমামী গোল্ড, অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় দলের সাদিক।