নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে মধুমিতা ক্রীড়া চক্র।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মধুমতি ক্রীড়া চক্রের অধিনায়ক রিপন। ব্যাট করতে নেমে ৬ ওভার ১ বলে স্থায়ী ওপেনিং জুটিতে আসে ২১ রান। ইমদাদুলের বলে জামাল বোল্ড হয়ে গেলে ভাঙে এই জুটি। ইমদাদুলের সাথে জাকির হোসেন উইকেট শিকারে যোগ দিলে পথ হারায় মধুমিতা ক্রীড়া চক্র। শেষ পর্যন্ত ৪০ ওভারের এ ম্যাচে ২৩ ওভার এক বলে অল আউট হওয়ার আগে ৭২ রান সংগ্রহ করে।
আরও পড়ুন : সাদমান-নাসিমের বোলিংয়ে জয় দিয়ে শুরু বিপননের
ইয়াং ড্রাগন মার্শাল আর্টের ইমদাদুল হক ৬ ওভার এক বলে ১৭ রানে ও জাকির হোসেন ৬ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চারটি করে উইকেট। অপর দু’টি উইকেট দখল করেছেন জামাদুস সানি। সানি এক ওভার হাত ঘুরিয়ে খরচ করে দুই রান।
মধুমিতার ব্যাটিং ইনিংসে কুরবান ৩০ বলে তিনটি চারে ১৪, রিপন ৩২ বলে ২০ রান করেন। বাকিরা পারেননি দু’অঙ্ক স্পর্শ করতে। এর মধ্যে চার ব্যাটার ফিরেছেন কোন রান না করেই।
এই রানে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি ইয়াং ড্রাগন মার্শাল আর্টের। মাত্র আট ওভার শেষে এক উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ং ড্রাগন মার্শাল আর্টের খেলোয়াড়রা।
ব্যাট হাতে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের ইমদাদুল হক ১৮ বলে একটি চার ও ছয়ে ১৬, আশিক ইসলাম বাপ্পি ৩৭ বলে ছয়টি চার ও একটি ছয়ে অপরাজিত ৩৬ রান করেন। অপর অপরাজিত ব্যাটার আনিসুর রহমানের সংগ্রহ ছয় রান। বল হাতে মধুমিতার রাজু ২৭ রানে একটি উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন : যশোরে স্কুল হ্যান্ডবলে চৌগাছা পাইলট ও সদরের বাহাদুর বিদ্যালয়ের জয়