নিজস্ব প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে রাইজিং স্টার ক্লাব। শুক্রবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আসাদ স্মৃতি সংঘকে।
টস জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে আসাদ স্মৃতি সংঘ সব উইকেট হারিয়ে ৩২ ওভার চার বলে সংগ্রহ করে মাত্র ৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে আট ওভার এক বলে একটি মাত্র উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রাইজিং স্টার।
আসাদের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন দলীয় অধিনায়ক নাইমুর রহমান কৌশিক। তিনি ৪০ বলে চারটি চারে সংগ্রহ করেন ২২ রান। এছাড়া নোমান ৬২ বলে একটি চারে ১৮ ও ইফতেখার তাজ ২৮ বলে একটি চারে ১৫ রান করেন। তিন ব্যাটসম্যান ফেরেন শূন্য রানে। বাকিরা কেউ পারেননি দু’অঙ্কের ঘরে পৌঁছাতে। অতিরিক্ত ১২ রান যোগ হয় তাদের স্কোর বোর্ডে।
বল হাতে সাকিব সাত ওভার চার বল করে দু’টি মেডেন নেয়ার পাশাপাশি ১৩ রানে দখল করেন পাঁচটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন রাহুল, রিপন, আবির হোসেন ও মতিন।
রাইজিংয়ের ব্যাটিং ইনিংসে শাহাজাহান ২৯ বলে আটটি চার ও দু’টি ছয়ে ৫০ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২০ রান। বল হাতে আসাদের পক্ষে একটি মাত্র উইকেট দখল করেন নাইমুর রহমান কৌশিক।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ খেলে একমাত্র জয়ে চলতি আসরের মিশন শেষ করল রাইজিং স্টার। এক জয় লিগের ‘এ’ গ্রুপে স্ক্যাই ল্যাবের সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রাইজিং স্টার। এই গ্রুপ থেকে কারা প্রিমিয়ার ডিভিশনে টিকে থাকবে তা নিয়ে চলছে এখন হিসেব নিকেষ। লিগের বাইলজ অনুযায়ী যারা নিট রান রেটে এগিয়ে থাকবে তারা টিকে থাকবে প্রিমিয়ার ডিভিশন লিগে। আর সর্বনি¤œ দলটির ঠাঁই হবে প্রথম বিভাগে। দুপুর সাড়ে ১২টায় ম্যাচ শেষ হলেও রাত সাড়ে ৭টা পর্যন্ত নিট রানরেটের অফিসিয়াল হিসাব দিতে পারেনি যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদ ও লিগ কমিটি। তবে রাইজিং স্টারের প্রিমিয়ার ডিভিশন লিগে টিকে থাকার সম্ভবনা রয়েছে।
অপরদিকে আসাদ স্মৃতি সংঘ তারাও মিশন শেষ করেছে চার পয়েন্ট সংগ্রহ করে। এই গ্রুপ থেকে আগে সুপার ফোর নিশ্চিত করেছে আরএন রোড ক্রীড়া চক্র ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব।