নিজস্ব প্রতিবেদক
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ মামলার আসামি বিপ্লব গাজী ওরফে বিপুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ২ ফেব্রুয়ারি বিকেলে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপুল হোসেন যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গরুরহাট এলাকার জাহিদ গাজীর ছেলে।
র্যাব যশোরের অধিনায়ক জেমন সাকিব হোসেন জানিয়েছেন, বিপুল হোসেনের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০২৩ সালের ৩১ আগস্ট হেরোইন পাচারের একটি মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম করাদ- ও দুই হাজার জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ-ের আদেশ দেন যশোরের একটি আদালত। কিন্তু রায় প্রদানকালে জাহিদ গাজী পলাতক ছিল। তার বিরুদ্ধে ওইদিন গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, জাহিদ গাজী ২০১৪ সালের ১৮ এপ্রিল হেরোইনসহ অভয়নগর থানা পুলিশের হাতে আটক হন। ৫ মাস হাজতবাসের পর জামিনে এসে আত্মগোপনে চলে যান। আদালত থেকে রায় ঘোষণার পরে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি বিকেলে রাজবাড়ির গোয়ালন্দ থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার যশোর আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ৭টি মাদক মামলা, ১ টি চুরি মামলা এবং ১ টি দ্রুত বিচার আইনের মামলা ও নড়াইল সদর থানায় ১ টি হত্যাসহ মোট ১০টি মাদক মামলা রয়েছে।